Diazepam এর কাজ কি | খাওয়ার নিয়ম ও দাম কত জানুন

Diazepam এর কাজ কি | খাওয়ার নিয়ম ও দাম কত জানুন। ডায়াজিপাম সাধারণত ঘুমের সমস্যা, মাংসপেশির ব্যথা,মৃগীরোগ নিরাময় করে থাকে। ডায়াজিপাম সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব। ‍Sedil Diazepam BP 5mg Square কোম্পানি তৈরি করেছেন।
Diazepam-এর-কাজ-কি
Diazepam এর কাজ কি | খাওয়ার নিয়ম ও দাম সকল বিষয় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। সেডিল ডায়াজিপাম ৫ এমজি বহু ব্যবহৃত একটি ওষুধ যার রয়েছে বহুবৃত্ত কার্যকারিতা। উপরের  স্কিনে ওষুধটি দেখতে পাচ্ছেন।

পেজ সূচিপত্র: Diazepam এর কাজ কি | খাওয়ার নিয়ম ও দাম

Diazepam এর কাজ কি

Diazepam এর কাজ কি? আজকে আপনাদের মাঝে একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। নিচে স্কিনে থাকা ওষুধটি সিডিল (sedil) যার জেনেটিক নাম Diazepam 5mg আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম পূর্ণ স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড ( Square । এখন আসুন ওষুধটির কার্যকারিতা কি? অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়।
  • প্রথমত এই ওষুধটি দুশ্চিন্তা দূর করে অনেক মানুষই আছে বিভিন্ন কারণে, বিভিন্নভাবে, অনেক টেনশনে দুশ্চিন্তা করে থাকে। আর এই ওষুধটি দুশ্চিন্তা দূর করতে অনেক কার্যকারিতা।
  • উদ্বেগ দূর করে অর্থাৎ যাদের ভিতর উদ্বেগ অনেক বেশি সে উদ্বেগ দূর করতে এই ওষুধটি অনেক গুরুত্বপূর্ণ।
  • অস্থিরতা দূর করে অর্থাৎ অনেক মানুষ আছে যাদের নিজেদের ভেতর অস্থির অস্থির ভাব লাগে কোন কিছু ভালো লাগে না তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়।
  • খিটখিটে মেজাজ দূর করে অর্থাৎ অনেক ধরনের মানুষ আছে যাদের মেজাজ খিটখিটে হয়ে থাকে কোন কিছু বললে রেগে যায়।
  • মিরগি রোগ দূর করে অর্থাৎ যাদের মৃগীর রোগ রয়েছে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ভীতি দূর করে অর্থাৎ অনেক মানুষের মাঝে ভয় লেগে থাকে কোন কাজ ঠিকমতো করতে পারে না।
  • বিষন্নতা দূর করে অর্থাৎ ঘুমের ব্যাঘাত ঘটে তাদের ক্ষেত্রে ঘুম হতে সাহায্য করে। একটি মানুষ যখন সঠিকভাবে ঘুমায় না তখন দেখা যায় তার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় তাই সঠিকভাবে ঘুমানোর জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়।
সাধারণত এই সব কারণের জন্য এই ওষুধটি ব্যবহার করার জন্য ডাক্তাররা প্রেসক্রিপশন অনুসারে নির্দেশ দিয়ে থাকে।

ডায়াজিপাম খাওয়ার নিয়ম বা সেবন বিধি

সিডিল ওষুধটির খাওয়ার নিয়ম বা সেবন বিধি কি চলন জানা যাক। বিশেষ করে অস্থিরতার ক্ষেত্রে অর্থাৎ যাদের ভিতরে অস্থিরতা লেগে থাকে sedil  2mg বা দুই মিলিগ্রাম দিনে ৩ বার সেবন করতে হবে অর্থাৎ সকালে ১ বার, দুপুর ১ বার, রাতে ১ বার। এই ডোজ কিন্তু ১৫ মিলিগ্রাম থেকে ৩০ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে প্রয়োজনমতো অবস্থা বোঝে। অবশ্যই সেটি বিভক্ত মাত্রায় বাড়াতে হবে।
ডায়াজিপাম-খাওয়ার-নিয়ম-বা-সেবন-বিধি
আর দুশ্চিন্তা জনিত অনিদ্রা বা বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে যাদের ঘুম হয় না যাদের সঠিকভাবে ঘুমের প্রয়োজন তাদের ক্ষেত্রে ৫ থেকে ১৫ মিলিগ্রাম অর্থাৎ ১ থেকে ৩ টি করে ট্যাবলেট প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সেবন করতে হবে। সঠিকভাবে ঘুম হবে এবং দুশ্চিন্তা, টেনশন থেকে মুক্তি পাবে সাথে মন ও শরীর দুটোই ভালো থাকবে। শিশুদের ক্ষেত্রে এক থেকে পাঁচ মিলিগ্রাম ঘুমান লাগে সেবন করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

ডায়াজিপাম ট্যাবলেট এর দাম

এখন আসুন ওষুধটি পাবেন কোথায় ও দাম কত? এই ওষুধটি বাংলাদেশের যেকোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং ওষুধটির দাম খুবই নগণ্য এক পিস ট্যাবলেট এর দাম মাত্র ৭০ পয়সার মত এক টাকার ও কম। আসলে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা,আবেগ বা বিভিন্ন ধরনের অস্থিরতা, ঘুমের ব্যাঘাত ঘটে সঠিকভাবে ঘুম হয় না তাদের জন্য এই ওষুধটি প্রয়োজন। 
কিন্তু একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে ওষুধের ডোজ ও মাত্রা প্রতিটি মানুষের শারীরিক গঠন বয়স-ওজন নির্ভর করে তৈরি করা হয় তাই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই কোন বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।

ডায়াজিপাম এর পার্শ্বপ্রতিক্রিয়া

Sedil 5mg Diazepam BP চলুন এবার জেনে নেওয়া যাক এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? প্রতিটি ওষুধের সামান্য কিছু হল পার্শ্বপ্রতিক্রিয়া থেকে যায় সে তুলনায় এই ওষুধটিরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে যেমন ঝিমানো হতে পারে অবসাদ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, দৃষ্টির ব্যাঘাত ঘটতে পারে, বেশি দুর্বলতা আসতে পারে পাশাপাশি ত্বকের বর্ণ লাল হয়ে যেতে পারে ফুসকুড়ি বের হতে পারে।

সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। তবে এ পার্শ্ববর্তী ক্রিয়াগুলো সব ক্ষেত্রে দেখা যায় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা দেয়। এবার আসল কোন ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না। সেডিল ডায়াজিপাম যে রোগীর অত্যাধিক সংবেদনশীলতা রয়েছে তারা এই ওষুধটি সেবন করতে পারবেনা।

আবার কোন কোন রোগীর ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে। বিশেষ করে যাদের কিডনির রোগ আছে বা যাদের লিভারের রোগ আছে তারা যদি এই ওষুধটি সেবন করে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মায়েরা বা স্তন্যদানকারী মায়েরা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেভেন না করাই ভালো।

সতর্কতা ও পরামর্শ

Sedil 5mg Diazepam BP ওষুধটি ব্যবহার করার পূর্বে বা ব্যবহার করার পর কিছু সতর্কতা ও পরামর্শ রয়েছে যেগুলো অবশ্যই আপনার মেনে চলা গুরুত্বপূর্ণ। এই ওষুধটি বিশেষ করে গর্ভবতী মায়েরা বা স্তন্যদানকারী মায়েরা কোনভাবেই ওষুধটি সেবন করা যাবে না। আবার যে সব রোগের কিডনির সমস্যা আছে, মাংস বেশি দুর্বলতা, অ্যালকোহলের অপব্যবহার কিংবা শ্বাসযন্ত্রের রোগ আছে সে সকল ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না। 

ওষুধটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফার্মেসী থেকে কিনে সেগুন করবেন। ঘরে ছোট বাচ্চা থাকলে তাদের হাতের নাগাল থেকে দূরে রাখবেন। সিডিল ওষুধটি আলো থেকে দূরে ঠান্ডা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে ও শুকনোস্থানে রাখতে হবে।

লেখকের মন্তব্য: Diazepam এর কাজ কি 

Diazepam এর কাজ কি ইতিমধ্যে আপনারা সকলে আজকের আর্টিকেলটি পড়ে আশা করি জেনে গিয়েছেন। আজকের আর্টিকেলে আলোচিত উপরে যেসব রোগের কারণে রোগী এই ওষুধটি সেবন করতে পারবে সুন্দরভাবে আলোচনা করা আছে। তাই মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়বেন এতে করে ওষুধটি সেবন করার পূর্বে ওষুধটির কার্যকারিতা,পার্শ্ব প্রতিক্রিয়া,ওষুধ সেবনের বিধি, ঔষধ সেবন করার নিয়ম, ওষুধ সেবন করা সতর্কতা ও পরামর্শ সবকিছু সহজ কথায় সাথে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।

আমার পরামর্শ অনুযায়ী যে কোন ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন সাথে আপনি যে ওষুধটি সেবন করছেন সেই ওষুধ সম্পর্কে সবকিছু জানতে হবে। যেমন ওষুধটি কোন রোগীরা খেতে পারবে, কেমন কার্যকারিতা দিবে, কেমন ওষুধটি খেলে কেমন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, আবার সতর্কতা অনুযায়ী কোন রোগী এই ওষুধটি খাওয়া একবারেই উচিত হবে না সেই সকল সম্পর্কে আপনার ধারণা থাকাটা অবশ্যই প্রয়োজন। কেননা সঠিক নিয়ম অনুযায়ী বা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিডিশপ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url