মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম-মাথা ব্যথার কারণ ও প্রতিকার

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম কি? খাওয়ার নিয়ম ও দাম কত সকল বিষয়ে আলোচনা করব। আপনি যদি হঠাৎ হঠাৎ বা প্রায় মাথা ব্যথায় ভোগেন তাহলে এই পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। মৃদু থেকে তীব্র সব ধরনের মাথাব্যথা সম্পর্কে আলোচনা করব ও সমাধান দিব।
মাথা-ব্যথা-কমানোর-১০টি-ঔষধের-নাম-জানতে-চান
মাথা ব্যাথা নিয়ে আলোচনা করব কারণগুলো সহজ ভাষায় বুঝিয়ে বলব যাতে আপনার মাথায় কেন ব্যথা হচ্ছে পুরোটাই বুঝতে পারেন। এতে মাথা ব্যাথার সমাধান মেনে চলতে সহজ হবে সাথে মাথা ব্যথা কমানোর ১০ টি ওষুধের নাম বলে দেব ও দশটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। আরো পড়ুন: সিডিল ঘুমের ওষুধ

পেজ সূচিপত্র: মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

শুরুতে জানতে হবে সব থেকে কমন মাথাব্যথা নিয়ে কারণ আপনার মাথাব্যথা থাকলে এটা হবার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এটা এতটাই কমন যে প্রতি ১০০ জনের মধ্যে ৭৮ জনই এ মাথাব্যথায় ভোগেন জীবনের কোন এক সময়। এটার নাম হচ্ছে টেনশন টাইপ মাথাব্যথা। প্রতিটি মানুষ বিভিন্ন কারণে মাথা ব্যথা ভুগছেন। আর বিভিন্ন কারণে মাথা ব্যথার দশটি ওষুধ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন মাথা ব্যথা কমানোর ১০ টি ওষুধের নাম তালিকা দেওয়া হল।

ক্রমিক নম্বর বাংলা নাম ইংরেজি নাম কোম্পানির নাম
টাফনিল ট্যাবলেট Tafnil Tablet তথ্য অনুপস্থিতি লোকাল ব্র্যান্ড হতে পারে
নরিয়াম-১০ ট্যাবলেট Noreum-10 Tablet Renata Limited (সম্ভাব্য)
এলিপ্রাণ-৪০ ট্যাবলেট Elipran-40 Tablet Incepta Pharmaceuticals (সম্ভাব্য)
অ্যানিলিগ ট্যাবলেট Anelig Tablet Drug International Ltd. (সম্ভাব্য)
ফেক্সোফিডা ট্যাবলেট Fexofida Tablet ACI Limited (সম্ভাব্য)
মেগা টল ট্যাবলেট Mega Tol Tablet Square Pharmaceuticals Ltd. (সম্ভাব্য)
মিনোফা ট্যাবলেট Minopha Tablet Beacon Pharmaceuticals (সম্ভাব্য)
লজরিন ট্যাবলেট Lozrin Tablet Opsonin Pharma Ltd. (সম্ভাব্য)
টলিফ ট্যাবলেট Tolif Tablet Unaimed Unhealth (সম্ভাব্য)
১০ নামিটল ট্যাবলেট Namitol Tablet ACI Limited (সম্ভাব্য)

সতর্কতা

উপরে মাথা ব্যথা কমানোর ১০ টি ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গুলো সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর সেটির জন্য বিডিশপ আইডি দায়বদ্ধ না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপরের তালিকায় ১০ টি ওষুধ সেবন করবেন।
মাথা-ব্যথা-কমানোর-১০টি-ঔষধের-নাম

টাফনিল ট্যাবলেট (Tafnil Tablet)

মাথাব্যথার সুপরিচিত একটি ওষুধের নাম হচ্ছে টাফনিল। তবে এটি সব ধরনের মাথা ব্যথার জন্য নির্দেশনা করা হয় না। আজকে আমরা জানবো টাফনিল ওষুধের বিস্তারিত, এটা কি কাজ করে, কখন খাবেন, পার্শ্বপ্রতিক্রিয়া কি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা যাক। Tafnil Tablet ‍SK ESKAYEF PHARMACEUTICALS LIMITED কোম্পানির তৈরি করে থাকে। টাফনিল ট্যাবলেটটি মাথাব্যথা বা মাইগ্রেশন মাথাব্যথা  জনিত সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 

এছাড়া এটি কোষ্ঠকাঠিন ব্যথা. বেদনা জনক ও জ্বরের বেদনা জনক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রতিদিন ১ টি থেকে ২ টি ট্যাবলেট সেবন করা যায়। একটি ট্যাবলেটের ব্যথা না কমলে ৬০ মিনিট থেকে ২ ঘন্টা পর আবার একটি ট্যাবলেট খাওয়া যেতে পারে। এই ট্যাবলেট টি সেবন এর পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বছরটি শুধুমাত্র প্রাপ্ত বয়সের জন্য প্রযোজ্য ভুলক্রমে শিশু বা অপ্রাপ্তবয়স্কদের খাওয়ানো যাবে না। 

এছাড়া যাদের পাকস্থলীতে ক্ষত বা আলসার আছে. কিডনিতে সমস্যা আছে তাদের এই ওষুধ সেবন করা যাবে না। টাফনিল ট্যাবলেট খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা যায় ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা,শ্বাস-প্রশ্বাসের সমস্যা,কাঁপুনি, ক্লান্তি অনুভব এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। টাফনিল ট্যাবলেট প্রতিফিজ ১০ টাকা করে।

নরিয়াম-১০ ট্যাবলেট (Noreum-10 Tablet)

নরিয়াম-১০ ট্যাবলেট (Noreum-10 Tablet) মাইগ্রেনজনিত সমস্যা বা মাথাব্যথা, মাথা ঘোরা উপসর্গ হিসেবে, ভ্রমন জনিত অসুস্থতা দূর করতে, মৃগীজনিত বা খিচুনি রোগ দূর করে। এই ওষুধটির সেবন বিধি বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় দশ এমজির একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবেন করতে পারবে অর্থাৎ সকাল একবার-রাতে একবার সেবন করতে পারবে।

ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বিষন্নতা হতে পারে, ক্লান্তি হতে পারে, ওজন বৃদ্ধি পেতে পারে, মুখের রুচি বৃদ্ধি হতে পারে, বুক জ্বালা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, দুশ্চিন্তা হতে পারে ইত্যাদি। বিশেষ করে ওষুধটি সেবন করার পর ভারী কোন কাজ ও যানবহন চালা থেকে দূরে থাকতে হবে। যারা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা রয়েছে এই ওষুধটি সেভেন না করায় ভালো হবে। বাংলাদেশের যেকোনো ফার্মেসীতে খোঁজ করলে ওষুধটি পেয়ে যাবেন। দাম নরিয়াম-১০ একটি ট্যাবলেটের দাম ৭ টাকা করে।

ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ছোট বাচ্চাদের হাতের নাগাল থেকে দূরে রাখতে হবে ও কম তাপমাত্রা ঠান্ডা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে।

এলিপ্রাণ-৪০ ট্যাবলেট (Elipran-40 Tablet)

অনেক মানুষের দেখা যায় মাথার এক সাইড বা মাথার অর্ধেক ব্যথা করে এবং মাইগ্রেন বা মাথাব্যথার ওষুধ খেয়ে কেমন কাজ হয় না সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করে থাকে এবং ট্যাবলেটটি সেবন করে মাইগ্রেশন জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিটি ওষুধে কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় তাই যেকোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এই ট্যাবলেটটি শুধুমাত্র ডাক্তার পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন। অবশ্যই মাথায় রাখতে হবে অপ্রাপ্তবয়স্ক বা গর্ব অবস্থায় মায়েরা এই ওষুধটি সেবন করা থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। আবারো বলছি এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

টলফেম ট্যাবলেট কি? খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া

টলফেম ট্যাবলেট মূলত মাইগ্রেশন জনিত মাথা ব্যথা, পোস্ট অপারেটিভ ব্যথা, জ্বরের বেদনা নাশক সমস্যা থাকে তারা সেবন করতে পারবেন। এই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত যাদের মাইগ্রেশন জনিত ব্যথা রয়েছে তারা তিনে তিনবার খেতে পারেন অর্থাৎ সকাল-দুপুর ও রাতে। এছাড়া যাদের তীব্র মাইগ্রেশন জনিত মাথা ব্যথা রয়েছে তারা বাড়িয়ে দুই ঘণ্টা পর একটা করে খেলে মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

বাংলাদেশের যেকোনো ফার্মেসি দোকানে গিয় প্রতি পিচ ট্যাবলেটের মূল্য ১০ টাকা করে। কিন্তু ওষুধটি ক্রয় করার পূর্বে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে পারবেন। কেননা প্রতিটি ওষুধের কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সতর্কতা সাধারণত যাদের পাকস্থলী. বৃক্ষ, কিডনি, হার্টের সমস্যা রয়েছে তারা এ ওষুধটি সেবন করতে পারবেন না। এছাড়া গর্ভাবস্থায় ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে।

মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

সতর্কতা ও পরামর্শ

মাথা ব্যথা বা য়ে মাইগ্রেশন জনিত ব্যথার জন্য ১০ টি ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো ব্যবহার করার পূর্বে বা সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রতিটি ওষুধে কমবেশি প্রায় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি মাথাব্যথা কমানোর ১০টি ওষুধের নাম তালিকা করে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেসব ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ওষুধগুলো সেবন করার পর বমি বমি ভাব হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ক্লান্ত ভাব, মাথা ঘুরানো, ডায়রিয়া হওয়া, ইত্যাদি।

এছাড়াও এই ওষুধগুলো বিশেষ কিছু মানুষের জন্য ব্যবহার করা একেবারে নিষেধ। যেসব মানুষের বৃক্ক জনিত সমস্যা, হার্টের সমস্যা, পাকস্থলীর সমস্যা, ডায়াবেটিস রয়েছে সেইসব রোগীদের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করা একেবারে নিষেধ। আবার গর্ভাবস্থায় মায়েরা ও অপ্রাপ্ত বয়সের এইসব ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো সেবন করা যাবে না। 

বাসায় বা বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকলে তাদের হাতের নাগাল থেকে ওষুধগুলো দূর রাখুন ও কম তাপমাত্রায় স্থান ঠান্ডা ২৫ ডিগ্রি সেলসিয়াসে ওষুধগুলো রাখতে হবে।

লেখক এর মন্তব্য:মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

বর্তমানে কমবেশি সকলেই মাথার ব্যথা জনিত সমস্যা বা মাইগ্রেশন জনিত সমস্যায় ভুগছেন। মাথা ব্যথা জনিত সমস্যা বিভিন্ন কারণে হতে পারে যেমন টেনশন, দুশ্চিন্তা, খাদ্যাভাসে পানি শুন্যতার কারণে মাথাব্যথা হয় বলা যেতে পারে ১০০ জনের মধ্যে প্রায় ৮০ জনের মতো এই মাথাব্যথা জনিত সমস্যায় বর্তমানে ভুগছে। তাই চিন্তার কোন কারন নাই মাথাব্যথা বা মাইগ্রেশন জনিতে সমস্যার জন্য আজ আপনাদের মাঝে আর্টিকেলটি প্রকাশ করা হলো।

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম তাল তালিকার মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করা হলো। যেখান থেকে আপনি খুব সহজে মাথাব্যথা কমানো দশটি ওষুধের নাম ও প্রতিটি ওষুধ কোম্পানির নাম তুলে ধরা হয়েছে। আপনিও যদি মাথাব্যথা জনিত সমস্যা ভুগছেন তাহলে ওষুধগুলো সেবন করতে পারেন কিন্তু ওষুধগুলো সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এতে করে আপনি আপনার মাথা ব্যথা জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। আর্টিকেলে আলোচিত সতর্কতা ও পরামর্শ গুলো মেনে চলবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বিডিশপ আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url